বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বুধবার (২৪ আগস্ট) থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। ওই দিন থেকে আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টায় কার্যক্রম শুরু করবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

আরও পড়ুন: ব্যাংকে লেনদেন ৯টা থেকে ৩টা, খোলা থাকবে ৫টা পর্যন্ত

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্থ অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে ঘোষণা দেয় সরকার। সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

এ নির্দেশনা জারির পর ব্যাংকও লেনদেন ও অফিস খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা করে। এতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট থে‌কে বাংলাদেশে কার্যরত ব্যাংক লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থে‌কে বিকাল ৩টা পর্যন্ত। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম সম্পন্ন ক‌রে বিকাল ৫টার মধ্যে সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিস ত্যাগ করতে হবে।

এখন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। আর ব্যাংকের অফিস চ‌লে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এসআই/এসএসএইচ