কার্ডে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ছাড় ও নানা অফার দিয়েছে সিটি ব্যাংক
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ উপলক্ষ্যে নতুন জামা-কাপড়সহ সব ধরনের কেনাকাটায় ক্রেডিট ও ডেবিট কার্ডধারীদের জন্য নানা অফার দিচ্ছে ব্যাংকগুলো। রমজানজুড়ে কার্ড দিয়ে কেনাকাটার ওপর বিশেষ অফারের ব্যবস্থা করেছে তারা। সিটি ব্যাংক পিএলসিও দিচ্ছে এমন বেশকিছু অফার ও ছাড়।
ঈদের পোশাক, জুতা, জুয়েলারিসহ নির্দিষ্ট শোরুম ও পণ্য কেনাকাটায় সিটি ব্যাংক দিচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি ইফতারে মূল্য ছাড়ের সঙ্গে রয়েছে একটি কিনলে একটি ফ্রিসহ বিভিন্ন ‘ঈদ অফার’।
বিজ্ঞাপন
ঈদ কেনাকাটা ও ইফতারের ওপর বিভিন্ন ছাড় ও নানা সুযোগ সুবিধা নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ রাজিমুল হক।
তিনি বলেন, নগদ টাকা বহনের ঝুঁকি এড়িয়ে ক্যাশলেস লেনদেনে বেশি উৎসাহ দিচ্ছে সিটি ব্যাংক। এজন্য ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকদের বিভিন্ন উৎসবে দেওয়া হয় আকর্ষণীয় ছাড় ও নানা অফার। এবারও ঈদ কেনাকাটা ও ইফতারে বিশেষ অফার পাচ্ছেন সিটি ব্যাংকের কার্ডধারীরা।
বিজ্ঞাপন
তিনি জানান, ৩০০টির মতো লাইফস্টাইলে ৬০ শতাংশ পর্যন্ত এবং ৫০টির বেশি জুয়েলারি প্রতিষ্ঠানে তাদের কার্ডধারীদের জন্য রয়েছে ৮০ শতাংশ পর্যন্ত মুল্য ছাড়ের অফার। পাশাপাশি অনলাইন কেনাকাটার পেমেন্টেও মিলবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া, ১৩০ এরও অধিক রেস্তোরাঁয় ইফতার ও ডিনারে রয়েছে বাই ওয়ান গেট ওয়ান অফার অথবা ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।
ঈদে দেশ-বিদেশ ভ্রমণেও ছাড় পাচ্ছেন সিটি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা। হোটেল বুকিং ও বিমানের টিকেট কেনায় মিলছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। গ্রোসারি পণ্য এবং অনলাইন ফুড ডেলিভারির উপরও রয়েছে এক্সিলারেটেড রিওয়ার্ড পয়েন্ট ও ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।
এ বছর প্রথমবারের মতো ফুডপান্ডা আয়োজিত ‘গ্র্যান্ড ইফতার বাজার’-এ টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে সিটি ব্যাংক। ঢাকার ধানমন্ডি ও বনানীতে ১৫টিরও বেশি রেস্তোরাঁর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এই ইফতার বাজার। যেখানে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড মেম্বাররা পাচ্ছেন ২৫ শতাংশ ছাড়।
এসব অফার ছাড়াও সিটি ব্যাংকের কার্ডের গ্রাহকেরা রমজান মাসে তাদের খরচের ওপর ভিত্তি করে আকর্ষণীয় গিফট ভাউচার পাবেন বলে জানান ব্যাংকটির এ কর্মকর্তা।
এক নজরে সিটি ব্যাংক
সিটি ব্যাংক দেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮৩ সালের ২৭ মার্চ। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত। ব্যাংকটির শাখা রয়েছে ১৩৪টি, উপশাখা ৪২টি, এজেন্ট ব্যাংকিং আউটলেট ৪৯৫টি, কর্মী আছে চার হাজার ৮৬৬ জন, এটিএম বুথ ৪২৭টি, মোট গ্রাহক ১৭ লাখ। তাদের কার্ড হোল্ডার রয়েছেন ১৩ লাখ ৯০ হাজার। (সূত্র- সিটি ব্যাংক)
এসআই/কেএ