জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ১০ উপশাখা কার্যক্রম চালু করেছে এনআরবিসি ব্যাংক।

যেসব জায়গায় উপশাখা ব্যাংকিং কার্যক্রম চালু হয়েছে এগুলো হলো- নরসিংদীর মনোহরদী, মেহেরপুর সদর, পঞ্চগড় সদর, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জের তাড়াইল, মাগুরা সদর ও  ঝিনাইদহের কোটচাঁদপুর।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একযোগে উপশাখাগুলোর উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী (অব.), প্রধান কার্যালয় থেকে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদ, কোম্পানি সেক্রেটারি মো. মোজাম্মেল হোসেন এবং সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন।

নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাসহ আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

এসআই/ওএফ