জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।

রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহত সব শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ, মো. রবিউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশিদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

শোক দিবসে ব্যাংকটির সব শাখার মাধ্যমে খাদ্য, খাদ্যসামগ্রী, প্রতিবন্ধী ৪৬ জনকে হুইল চেয়ার, ৪৬ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি, ১০ হাজার অসহায় মানুষকে দুই হাজার টাকা করে নগদ সহায়তা এবং ৪৬ জন অসহায়-দুস্থ মানুষকে সাবলম্বী করতে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, শোকাবহ দিনটি স্মরণে ৪৬ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

এসআই/আরএইচ