করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের কর্মীরা। নিজ উদ্যোগে তারা প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা ব্র্যাকের ‘ডাকছে আবার দেশ’ তহবিলে দিয়েছেন।

মাসের বেতন থেকে তারা এই সহায়তা দিয়েছেন বলে বুধবার (২৫ আগস্ট) ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মীদের এই সহায়তার মাধ্যমে ১১ হাজার দুস্থ পরিবার কমপক্ষে দুই সপ্তাহের জন্য তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম হবেন।

এর আগে ব্র্যাকের ‘ডাকছে আবার দেশ’ তহবিলে করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ৪ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ করেছিল ব্র্যাক ব্যাংক। আগস্ট মাসের প্রথম দুই সপ্তাহে এই তহবিল থেকে দেশের প্রায় ৩০ হাজার ২৬৭ পরিবারকে সহায়তা দেওয়া হয়।
 
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম মাসুদ রানা বলেন, আমাদের কর্মীরা ব্র্যাক ব্যাংকের মূল্যবোধভিত্তিক ব্যাংকিং পরিচালনার মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে এ ধরনের উদ্যোগে সক্রিয় অংশ নিচ্ছেন, তাতে আমরা সত্যিই আনন্দিত। মহামারির দ্বিতীয় বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো অসহায় মানুষদের সহায়তায় আমাদের সহকর্মীরা এগিয়ে এসেছেন।

ব্যাংকের কর্মীরা গত বছরও ব্র্যাকের ‘কোভিড-১৯: খাদ্য সংকট মোকাবিলা’ তহবিলে ১ কোটি ৭৩ লাখ টাকার সহায়তা দিয়েছিলেন। চলতি বছরের শুরুতে সিএসআর তহবিল থেকে কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত দরিদ্রদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছিল ব্র্যাক ব্যাংক।

এসআই/জেডএস