‘সময়মত ঋণ পরিশোধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ স্লোগান নিয়ে মাসব্যাপী শ্রেণিকৃত (খেলাপি) ঋণ আদায়ের বিশেষ কর্মসূচি শুরু করছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ১ সেপ্টেম্বর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন।
 
এ সময় উপস্থিত খেলাপি গ্রাহকরা নগদ জমা হিসেবে এক কোটি টাকার চেক এমডির কাছে হস্তান্তর করেন এবং প্রায় ২০০ কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, মো. ইসমাইল, মো. মমিনুল হক উপস্থিত ছিলেন।

কর্মসূচি অনুযায়ী ব্যাংকের সব শাখাকে সুনির্দিষ্ট এবং কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি শাখায় ‘মিট দ্য বরোয়ার’ সভা করে গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করা হবে। এসব সভায় ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট শীর্ষ নির্বাহীরা উপস্থিত থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও পরামর্শ দেবেন। নগদ আদায়কে মাসব্যাপী এই কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এসআই/এসকেডি