করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব রোধে কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ ৪ নির্দেশনা জারি করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

রোবাবার (১৬ জানুয়ারি) আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) নাজিয়া শিরিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনাটি দেশের সব বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, আইডিআরএ’র চেয়ারম্যান, সদস্য এবং পরিচালকসহ সব কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে

১. আইডিআরএ’র সব-কর্মকর্তা কর্মচারীদের অফিসে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা।

২. দর্শনার্থীদের আইডিআরএতে প্রবেশের নিরুৎসাহিত করবে হবে। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী কর্তৃপক্ষের দফতরে প্রবেশ করতে পারবেন।

৩. অনলাইন ও ফোনে সম্ভব নয় এমন কাজ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা অভ্যর্থনা কক্ষে আসা প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে দাফতরিক কাজ সম্পন্ন করবেন।

৪. দর্শনার্থীদের সঙ্গে যেকোনো সাক্ষাতের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

এই নির্দেশ না পালনে শিথিলতা প্রদর্শন করা যাবে না। ব্যত্যয় হলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর হবে।

এমআই/এমএইচএস