শেয়ার বিক্রির চাপে দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ারের দাম কমলেও বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন, রবি আজিয়াটা এবং দেশীয় বড় মূলধনী কোম্পানি স্কয়ার এবং বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের ইতিবাচক ধারায় এ দিন লেনদেন হয়েছে।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, পরপর দুদিন বড় ধসের পর আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছ দেশের পুঁজিবাজার। এতে বড় মূলধনী কোম্পানির শেয়ারের পাশাপাশি নতুন তালিকাভুক্ত হওয়া মীর আক্তার হোসেন এবং লাভেলো আইসক্রিমের শেয়ারের দাম বাড়ছে। এটা পুঁজিবাজারের জন্য ইতিবাচক।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১০ পয়েন্ট। ৬০ পয়েন্ট বেড়েছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসইর তথ্যানুযায়ী, এ দিন বাজারে মোট ৩৫৪ প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ দিন ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক পাঁচ পয়েন্ট বেড়েছে। বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮৬ কোটি এক লাখ ৮২ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, মীর আক্তার হোসেন, সামিট পাওয়ার, এনার্জিপ্যাক, স্কয়ার ফার্মা এবং বিডি ফাইন্যান্স লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তৌফিকা ফুডস, গোল্ডেন সন, শাইনপুকুর সিরামিক, বেক্সিমকো, রবি আজিয়াটা, অগ্নি সিস্টেমস, এমটিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা এবং প্রাইম ইনস্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

বাজারটিতে লেনদেন হয়েছে মোট ৫৫ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার।

এমআই/এফআর