দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের দিনে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

সোমবার (২৮ মার্চ) লেনদেনের দেড় ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ২৩ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে, লেনদেনে ছিল ধীরগতি।

ডিএসই’র তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে ডিএসইতে ৩৭৪টি প্রতিষ্ঠানের মোট ছয় কোটি ১৫ লাখ ৬৬ হাজার টাকার ১৫৩টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। 

এ সময়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। 

প্রথম দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৩৪ কোটি ৮৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে সাত কোটি ৩৮ লাখ ২৫ হাজার ৫৬৯ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৭৮টির। অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এমআই/এমএআর