চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন লিমিটেডের। গত ৩১ মার্চ ২০২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, ২০২১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৪৬ পয়সা। সে হিসাবে বেসিক ইপিএস কমেছে ৬ পয়সা।

শুধু সর্বশেষ জানুয়ারি থেকে মার্চ মাসেই নয়, ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের ৩১ মার্চ সময়ে মোট ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৫ পয়সা।

তাতে গত ৩১ মার্চ ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৪১ পয়সা। যা আগের বছরে একই সময়ে ছিল ২০ টাকা ৮৬ পয়সা।

কোম্পানিটি ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা করে দেবে।

এমআই/এমএইচএস