পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়াতে ২ শতাংশের সার্কিট ব্রেকারের নিয়ম পরিবর্তন করে শেয়ারের দাম কমার সীমা সর্বোচ্চ ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে ১০০ টাকার একটি শেয়ার সর্বোচ্চ ৫ টাকা কমে ৯৫ টাকায় কেনা-বেচা করা যাবে। এর আগে ১০০ টাকা শেয়ার সর্বোচ্চ ২ টাকা কমে ৯৮ টাকায় কেনা-বেচা করা যেত।

বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করেছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছেন। যা বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে সার্কিট ব্রেকারের আগের সীমা ১০ শতাংশই বহাল থাকছে।

এর আগে গত ৮ মার্চ সার্কিট ব্রেকারে নতুন নিয়ম অনুযায়ী চালু করে। এতে বলা হয়েছিল শেয়ার দর স‌র্বোচ্চ বাড়‌তে পার‌বে ১০ শতাংশ। আর শেয়ার দর স‌র্বোচ্চ কম‌তে পার‌বে ২ শতাংশ।

এমআই/জেডএস