শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৯৭ পয়েন্ট। আগের কার্যদিবস বৃহস্পতিবারও সূচক পতন হয়েছিল। এর ফলে টানা দুই কার্যদিবস সূচক পতন হলো। তবে তার আগে টানা দুই কার্যদিবস সূচকের উত্থান হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হঠাৎ করে শেয়ার বিক্রি করছেন। তাদের শেয়ার বিক্রির প্রভাব পড়েছে সাধারণ বিনিয়োগকারীদের ওপর। বাজারে গুজব ছড়ানো হচ্ছে মার্কেট আরও পড়বে। এতে সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করছেন। যার প্রভাবে পুঁজিবাজারে দরপতন হচ্ছে।

ডিএসইর তথ্যানুযায়ী, এদিন বাজারে মোট ৩৫১ প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৩৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ৪৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় দশ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস সূচক দুই পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮শ ১ কোটি ৬৬ লাখ ৬ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেক্সিমকো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়াটা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, মীর আক্তার হোসেন, বিডি ফাইনেন্স, এনার্জিপ্যাক এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তৌফিকা ফুডস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, বার্জার পেইন্ট, ইউনিলিভার, রেকিট বেনকিজার, জিবিবি পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন এবং ১ম জনতা মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক আগের দিনের তুলনায় ৯৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। বাজারে লেনদেন হয়েছে মোট ৪১ কোটি ৫৫ লাখ ১ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল মোট ৮৩ কোটি ৩৯ লাখ ৫৩ হাজার টাকা।

এমআই/জেডএস