শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা করে লভ্যাংশ দেবে কৃষিবিদ ফিড লিমিটেড। পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। 

সোমবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের জুন সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের এক টাকা করে লভ্যাংশ দেবে তারা, বাকি টাকা কোম্পানির রিজার্ভে জমা দেবে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে সভা। সে লক্ষ্যে শেয়ারহোল্ডারদের যাচাই-বছায়ের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুন। যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে তারাই এক টাক করে নগদ লভ্যাংশ পাবেন।

২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৬১ টাকায়।

এমআই/জেডএস