রঙ ব্যবসার পাশাপাশি নতুন করে আরও একটি ব্যবসা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস লিমিটেড। ব্যবসা বাড়ানোর লক্ষ্যে ‘বার্জার টেক কনসাল্টিং লিমিটেড’ গঠন করেছে কোম্পানিটি।

সোমবার (২০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস নিজের অর্থে একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে আপাতত ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটি তথ্যপ্রযুক্তি সহায়ক এবং কনসাল্টিং রিলেটেড নানা সেবার ব্যবসা শুরু করবে।

মাত্র ৪৬ কোটি ৩৭ লাখ ৮ হাজার টাকার পরিশোধিত মূলধনী কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ বছর ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০টি।

২০০৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে কোম্পানির ৯৫ শতাংশ শেয়ার আর বাকি ৫ শতাংশ শেয়ারের দাম মালিক সাধারণ বিনিয়োগকারী। শত কোটি টাকার অনুমোদিত মূলধনের বহুজাতিক কোম্পানিটির শেয়ার রোববার লেনদেন হয়েছিল ১ হাজার ৭১৭ টাকায়।

এমআই/এসএসএইচ