পুঁজিবাজারের তালিকাভুক্ত এক্সিম ব্যাংক তাদের শেয়ারহোল্ডাদের নগদ ১০ শতাংশ লভ্যাংশের ঘোষণা দিয়েছে। ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব পর্যালোচনা করে এ ঘোষণা দেওয়া হয়।

রোববার (২৬ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, মেজর অব. খন্দকার নূরুল আফসার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, মো. হুমায়ূন কবির, শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম ও কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল ইসলাম।

সাধারণ সভায় অনলাইনে সংযুক্ত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এসআই/ওএফ