জমির দাম পুনর্মূল্যায়ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। তাতে সম্পদ বেড়েছে ৪৫৪ কোটি টাকা। ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যা বৃহস্পতিবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৮ দশমিক ২৭৫১ একর জমি পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে। এরপর কোম্পানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৫ কোটি ৯৪ হাজার ৫১৭ টাকা। পুনর্মূল্যায়নের আগে যা ছিল ২১০ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৫৯৮ টাকা।

অর্থাৎ বসুন্ধরা পেপারের সম্পদের মূল্য বেড়েছে ৪৫৪ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ৯১৯ টাকা।

স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রায় ১৮শ কোটি টাকা ঋণে থাকা কোম্পানিটি ২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ৯০ টাকা দরে শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির শেয়ার বুধবার (২৯ জুন) সর্বশেষ লেনদেন হয়েছে ৫২ টাকা ৮০ পয়সায়। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৪৪১টি।

এমআই/জেডএস