টানা চারদিনের ঈদের ছুটি শেষে আজ (১২ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরু হলেও এখনো ঈদের আমেজ কাটেনি। ব্রোকার হাউজগুলোতে কর্মকর্তা ও বিনিয়োগকারীদের উপস্থিতি একেবারেই কম।

মঙ্গলবার বিভিন্ন ব্রোকার হাউজ ঘুরে দেখা গেছে, হাউজগুলো ক্রেতা শূন্য প্রায়। দুই-চারজন আসলেও তারা কোরবানির গল্পে মেতেছেন। শুধু বিনিয়োগকারীই নয়, ট্রেডারদের মধ্যেও অর্ধেক লেনদেন করছেন। বাকিরা আসেননি।

দিলকুশা মতিঝিলের আইপিডি ব্রোকার হাউজের ট্রেডার শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঈদের ছুটির পর আজ পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। তাই ব্রোকার হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি কম। যারা আসছেন তারা লেনদেনের চেয়ে কোরবানির পশুর দাম নিয়েই বেশি গল্প করছেন।

তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবারও লোকজন কম হবে। তবে আগামী রোববার থেকে বিনিয়োগকারীদের উপস্থিত বাড়বে।

শাকিল রিজভী ব্রোকার হাউজের বিনিয়োগকারী আমিনুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঈদের পর আজই প্রথম লেনদেন শুরু হয়েছে। এসেই সবার সঙ্গে কুশলাদি বিনিময় করেছি। তারপর ঈদকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, টানা চারদিন বন্ধ থাকার পর আজ সকাল ১০টা থেকে লেনদেন শুরু হয়েছে। সকাল ১০টাকা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩২৫ কোটি ৮৫ লাখ ১৯ হাজার টাকা।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ২০৯টির আর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগে দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫০ পয়েন্টে।

একই সময়ে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৭ লাখ ৫ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ কোম্পানির শেয়ারের দাম। এসময়ে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৯৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এমআই/এমএইচএস