পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তি খাতে তালিকাভুক্ত হলো ই-জেনারেশন লিমিটেড। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা দরে লেনদেন শুরু হয়।

নতুন শেয়ার তালিকাভুক্তির নিয়ম অনুসারে সার্কিট ব্রেকার থাকায় আজ কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ১৫ টাকা দরের বেশি দরে বিক্রি হবে না।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসা ই-জেনারেশন ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সময়ে মাত্র ১টি শেয়ার লেনদেন হওয়া কোম্পানিটির পেইডআপ ক্যাপিটাল ৭৫ কোটি টাকা। মোট শেয়ারের সংখ্যা ৭ কোটি ৫০ লাখ। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৭ দশমকি ৩৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৪ দশমিক ৪২ শতাংশ শেয়ার, ২৬ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

কোম্পানিটি অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফর্ম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

ই-জেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০ দশমিক ৫৬ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

এমআই/জেডএস