শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর মাত্র ২০ মিনিট পরই সূচক ৫২ পয়েন্ট কমে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আবারও ৬ হাজার পয়েন্ট নেমে এসেছে।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর আগে সর্বশেষ ২০২১ সালে ২৭ জুন ডিএসইর সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমে ৫ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়ায়। অর্থাৎ এক বছর এক মাসের মাথায় ডিএসইর প্রধান সূচক আবার ৬ হাজার পয়েন্টের নিচে নামল। 

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেন শুরু হয়। ফলে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৯০টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় এদিন লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৭২ পয়েন্ট কমে ৬ হাজার ৫২ পয়েন্ট থেকে ৫ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১২ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমেছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার। একই অবস্থায় লেনদেন হচ্ছে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এই সময়ে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট কমে ১৭ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১ কোটি ৯ লাখ ৭২ হাজার ৮১৪ হাজার টাকা।

সিএসইতে দিনের প্রথম আধা ঘণ্টায় ১০৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।

এমআই/এনএফ