দিনভর সূচকের ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৬ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিনও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার কিনে মার্কেট সাপোর্টের ফলে লেনদেন, সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এর ফলে টানা ৯ কর্মদিবস দরপতনের পর সোম ও মঙ্গলবার দুদিন সূচক বাড়লো। অর্থাৎ ইতিবাচক প্রবণতায় লেনদেনে ফিরছে পুঁজিবাজার, এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ব্যাংক-প্রকৌশল খাতের শেয়ারের দাম কমলেও বিমা খাতের প্রায় সব শেয়ার দাম বাড়ায় উত্থানে ফিরেছে পুঁজিবাজার।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, মঙ্গলবার ২২ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১৭২টি শেয়ার কেনা-বেচা হয়েছে। এতে মোট লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে।

এ দিন ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ১৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে, আইপিডিসি, ফরচুন সুজ, কাট্টালি টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, সোনালি পেপার, মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার ৮৯১ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ২২৯ টাকার শেয়ার।

এমআই/এসএম