ঊর্ধ্বমুখী পুঁজিবাজারেও তালিকাভুক্ত অন্তত ২৫ কোম্পানির শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। ফলে সরকারি-বেসরকারি, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির আদেশ দিয়েও বিক্রি করতে পারেছেন না বিনিয়োগকারীরা। কারণে এসব কোম্পানির শেয়ার কেউ কিনছেন।

বুধবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, বুধবার ক্রেতা সংকটের মধ্যদিয়ে দিনের লেনদেন শুরু হয়। ফলে লেনদেনের প্রথম ঘণ্টায় ৪০টি কোম্পানির শেয়ারের ক্রেতা শূন্য ছিল। তবে দুপুর ১২টায় ক্রেতা শূন্য কোম্পানির সংখ্যা দেখা দেয় ২৫টির। প্রায় একই অবস্থার মধ্যদিয়ে দিনের বাকি অংশের লেনদেন হয়।

ক্রেতা শূন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এটলাস বাংলাদেশ, ব্যাংক এশিয়া, বিডি ফাইন্যান্স, বিডি ওয়েল্ডিং, বিচ হ্যাচারি, ক্রাউন সিমেন্ট, ফ্যামিলি টেক্সটাইল, ফরচুন সুজ, এইচআর টেক্সটাইল, খুলনা পাওয়ার, মেঘনা ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, এমএল ডাইং, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, আরএসআরএম স্টিল লিমিটেড, সাভার রিফ্রাক্টরিজর, স্ট্যান্ডার্ড সিরামিক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উসমানিয়া গ্লাস, জাহিন স্পিনিং এবং জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

এমআই/এসএম