পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডকে বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

বুধবার (৩১আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭ তম সভায় কোম্পানির প্রস্তাব অনুমোদেন করেছে কমিশন। এই টাকা ব্যাংকটি টায়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালীকরণে ব্যয় করবে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, সভায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, ৪র্থ এআইবিএল মুদারাবা সাব-অর্ডিনেট বন্ডের মেয়াদ হবে সাত বছর। অর্থাৎ বন্ডটির কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। আর এর সুদের হার হবে ভাসমান।

তবে বন্ডটি স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হওয়ার শর্ত দেওয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক।

বিএসইসির তথ্য মতে, বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তিদের প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে। এই বন্ডের ট্রাস্টির হিসেবে কাজ করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। মেন্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে যথাক্রমে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

এমআই/এসএম