শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) কোম্পানির ১৯১তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি সচিব শারমীন আক্তার। তিনি ঢাকা পোস্টকে বলেন, আজকে কোম্পানির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হয়েছে। এর আগের বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

কোম্পানির তথ্য মতে, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ১৪ পয়সা। অর্থাৎ বড় ধরনের লোকসানে পড়েছে কোম্পানিটি।

পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রম অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর। ওই দিন ডিজিটাল প্ল্যাটফর্মে বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সা।

এমআই/এসএম