শেয়ারের দাম বাড়ার কারণ জানে না দেশ জেনারেল ইন্স্যুরেন্স
হঠাৎ কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম বাড়ছে। প্রায় এক মাসে এর শেয়ারের দাম বেড়েছে ১৩ টাকা ২০ পয়সা; যা অস্বাভাবিক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
এই দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল কিংবা কারসাজি আছে কি না জানতে কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। আজ (বুধবার) কোম্পানি কর্তৃপক্ষ চিঠির উত্তরে জানিয়েছে যে, শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কেনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর গত ২৪ আগস্ট থেকে বাড়ছে। ২৪ আগস্ট কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল ৩০ টাকায়। সেই শেয়ার আজ ২১ সেপ্টেম্বর লেনদেন হয়েছে ৪৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৩ টাকা ২০ পয়সা।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ ২০২১ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ কোম্পানটির ৪ কোটি শেয়ারহোল্ডারদের ৪ কোটি টাকা মুনাফা দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
এমআই/এনএফ