জিরো কুপন বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে বারাকা পাওয়ার লিমিটেডের অর্থ উত্তোলনের আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির এ সংক্রান্ত আবেদনটি সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাতিল করেছে। প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, গত বছরের নভেম্বর মাসে নন-কনভার্টিবল জিরোকুপন বন্ড ছেড়ে ১৮০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয় বারাকা পাওয়ারের পরিচালনা পর্ষদ। কোম্পানির উচ্চ সুদের ঋণ পরিশোধের লক্ষ্যে এই অর্থ উত্তোলনের সিদ্ধান্ত নেয়।

২০১১ সালে তালিকাভুক্ত কোম্পানিটি এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে জিরোকুপন বন্ড আবেদন জমা দেয়। এরপর বিএসইসি আবেদনটি যাচাই-বাছাই করে অসম্মতিপত্র দেয়। তবে কী কারণে সম্মতি দেওয়া হয়নি তা জানানো হয়নি।

কোম্পানির ২০২১ সালের আর্থিক প্রতিবদেন অনুসারে মোট ঋণ রয়েছে ৩৫৮ কোটি টাকা। যার বেশিরভাগ উচ্চ সুদে নেওয়া।

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৬১টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সংখ্যা ৩১ দশমিক ৮৭ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ৪০ দশমিক ৮২ শতাংশ। এছাড়াও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ২৭ দশমিক ৫১ শতাংশ। মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২২ টাকা ৪০ পয়সায়।

এমআই/জেডএস