জুলাই ২০২১ থেকে জুন ২০২২ সমাপ্ত বছরে রয়েল টিউলীপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের করপরবর্তী প্রকৃত মুনাফা হয়েছে ১৬ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৫১৬ টাকা। আর ওই মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের ৯ কোটি ৬২ লাখ ৯৮ হাজার ৬৫০ টাকা লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২০-২০২১ বছরে টিউলীপ সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের মুনাফা হয়েছিল ৭ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৩১টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় এবার ৮ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৪৮৫ টাকা বেশি মুনাফা হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির ৬ কোটি ৪১ লাখ ৯৯ হাজার ১০০টি সাধারণ শেয়ারধারীদের এই মুনাফা দেওয়া হবে। বাকি টাকা কোম্পানিটির রিজার্ভে থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, উদ্যোক্তা-পরিচালকসহ কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজারটি। চলতি বছরে ৪ সেপ্টেম্বর প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৭ টাকা ১০ পয়সা।

তবে সর্বশেষ মঙ্গলবার (১১ অক্টোবর) লেনদেন হয়েছে ১৩১ টাকায়। অর্থাৎ দাম বেড়েছে ৭৩ টাকা ৯০ পয়সা করে।

এমআই/এমএইচএস