শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ (১ টাকা ২০ পয়সা করে) লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

রোববার (২৩ অক্টোবর) কোম্পানিটির পর্ষদ সভায় ২০২১-২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানটি ২০২২ সালে কর-পরবর্তী মুনাফা করেছে ১২ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ১০ টাকা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ শতাংশ অর্থাৎ শেয়ারপ্রতি ১ টাকা ২০ পয়সা লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি ৮ কোটি ৫০ লাখ শেয়ারহোল্ডারকে ১০ কোটি ২০ লাখ টাকা দেবে।

২০২১ সালে কর-পরবর্তী মুনাফা হয়েছিল ৯ কোটি ৫০ লাখ ৭ হাজার টাকা। সে বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়েছিল ১১ শতাংশ নগদ শেয়ার।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। এর জন্য কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ নভেম্বর।   

২০২১ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৮ কোটি ৫০ লাখ। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে কোম্পানির ৩০ দশমিক ১০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার। 

চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ দশমিক ৪৩ টাকা। এর আগের বছর শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৪১ পয়সা।

এমআই/আরএইচ