কারিগরি ত্রুটির কারণে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৩০অক্টোবর) দেড় ঘণ্টা দেরিতে শুরু হয় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে।

ডিএসইর কর্তৃপক্ষের দাবি, ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের ওপর সার্কিট ব্রেকার আরোপের ফলে মার্কেট বন্ধ রাখা হয়। এই ভুল সংশোধন করে মার্কেট সকাল ৯টা ৩০ মিনিটের পরিবর্তে বেলা ১১টায় চালু করা হয়। লেনদেন শেষ হয় দুপুর ২টা ৩০ মিনিটে।

এদিন প্রকৌশল এবং ওষুধ খাতের শেয়ারের দাম কমেছে। তার বিপরীতে বেড়েছে বিমা খাতের শেয়ার। এই বিমা খাতের উত্থানের দিনেও উভয় পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ৪৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। গত সপ্তাহে টানা তিনদিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সূচক বৃদ্ধির পর আজ সপ্তাহের প্রথম দিন দরপতন হলো।

বৃহস্পতিবারের মতোই আজ বাজারে তালিকাভুক্ত বিমা খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। এদিন বিমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫টির, তার বিপরীতে কমেছে সাতটি কোম্পানির শেয়ারের দাম। আর বাকি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বিমা খাতের শেয়ারের পাশাপাশি ওষুধ খাতের কোম্পানি নাভানা ফার্মা ও এডভান্ট ফার্মা, রয়েল টিউলিপ, সি পার্ল, বসুন্ধরা পেপার শেয়ার সূচক বৃদ্ধিতে অবদান রেখেছে।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারে ৩৬৬টি প্রতিষ্ঠানের ১০ কোটি ৭৫ লাখ ১৬ হাজার ৪৩টি শেয়ার কেনা-বেচা হয়েছে। তাতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৮২৬ কোটি ৫৯ লাখ ৯১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৪ কোটি ৯৮ লাখ ৫২ হাজার টাকা। অর্থাৎ লেনদেন কমেছে।

এদিন লেনদেন হওয়া ৩৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৯১টির, আর অপরিবর্তিত ছিল ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে ৩৮৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ২ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল নাভানা ফার্মাসিটিউক্যালসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। তৃতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার। এরপরের অবস্থানে ছিল ওরিয়ন ফার্মা, রয়েল টিউলিপ সি পার্ল হোটেল, ইন্ট্রাকো, বসুন্ধরা পেপার, সোনালী পেপার, ইস্টার্ন হাউজিং এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।

অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৬৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৪৫৫ টাকা।

এদিন লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৬২টির, আর অপরিবর্তিত রয়েছে ১২১টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসএম