২০২২-২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের। জুলাই থেকে সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ‍্য প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, জুলাই-সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২১ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ০৪ পয়সা।

ফলে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৭৭ পয়সা। এর আগের বছর একই সময় ছিল ৯ টাকা ৩৩ পয়সা।

এদিকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে রহিমা ফুড।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ২৯ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর।

এমআই/জেডএস