সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৯ নভেম্বর) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ১০ পয়েন্ট।

ডিএসইতে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। ফলে সোমবার (২৮ নভেম্বর) সূচক পতনের পর আজ সূচক বাড়ল। তবে তার আগের সপ্তাহের প্রথম কর্মদিবসও সূচকের উত্থান হয়েছিল। এ নিয়ে চলতি সপ্তাহের তিন কর্মদিবসের মধ্যে দুদিন সূচকের উত্থান হলো।

ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারে ৩১৭টি প্রতিষ্ঠানের ৪ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ৮৪১টি শেয়ার কেনা-বেচা হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩৩৪ কোটি ৩ লাখ ৭৪ হাজার। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৬ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির ও কমেছে ১৪টির। আর অপরিবর্তিত ছিল ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০০ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল নাভানা ফার্মার শেয়ার। তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। এরপরের অবস্থানে ছিল বসুন্ধরা পেপার, রয়েল হোটেল সি পার্ল, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, এবং পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।

অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১০ দশমিক ৪৮ কমে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২ লাখ ২ হাজার ৫২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৭ লাখ ৯৯ হাজার ২১৬ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ১৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির ও কমেছে ২৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/এসকেডি