জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে লোকসানের মুখে পড়েছে এসএমই মার্কেটের কোম্পানি অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড। ফলে সমাপ্ত বছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। যা শেয়ারহোল্ডারদের হতাশ করেছে।

বুধবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে অ্যাপেক্স ওয়েভিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ দশমিক ৭৭ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) কমে দাঁড়িয়েছে ১৫ টাকা ৬২ পয়সায়।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

এমআই/জেডএস