শেয়ারহোল্ডারদের আবারও হতাশ করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড। ২০২১ সালের মতো ২০২২ সালেও শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কারণ বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭১ পয়সা।

এর আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৫ পয়সা। অর্থাৎ আগের বছর থেকে লোকসান বেড়েছে কোম্পানিটির। ফলে শেয়ারহোল্ডারদের মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করেনি। তবে এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর।

বস্ত্র খাতে ২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২০ সালে ১ শতাংশ নগদ, ২০১৯ সালে ৫ শতাংশ বোনাস, ২০১৮ সালে ৩ শতাংশ, ২০১৭ সালে ৫ শতাংশ এবং ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

এমআই/জেডএস