করোনার প্রভাব পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডে। ফলে মুনাফায় থাকা কোম্পানি এখন লোকসানে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, করোনার কারণে বিদেশে পণ্য রফতানি বন্ধ থাকায় কোম্পানির মুনাফা কমেছে। ফলে তারা লোকসানে পড়েছে।

সোমবার (০৮ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, জুলাই-সেপ্টেম্বর-৩১, ২০২০ অর্থাৎ প্রথম প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে কোম্পানিটি।

১৯৯৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। অথচ গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫ পয়সা। অর্থাৎ ৮ পয়সা লোকসান হয়েছে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে দশমিক ১৭ টাকা। আগের বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল দশমিক ১৮ টাকা।

সর্বশেষ বছর শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫ দশমিক ৩৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬০ দশমকি ৭৮ শতাংশ শেয়ার ।

১০ কোটি টাকার কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩ লাখ ৩০ হাজার। কোম্পানির বর্তমান বাজার মূলধন ১১০ কোটি ৩২ লাখ ৮ হাজার টাকা। রিজার্ভ রয়েছে ৪ কোটি ৫৩ লাখ টাকার।

সোমবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ১০৬ টাকা ০৯ পয়সা।

এমআই/জেডএস