ঢাকা স্টক এক্সচেঞ্জের সংগৃহীত ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাওয়া রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। আর লোকসান বেড়েছে বিবিধখাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

বুধবার (২৩ ডিসেম্বর) রবির তৃতীয় প্রান্তিক, আর জিকিউ বলপেনের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে কোম্পানি দুটির এই চিত্র দেখা গেছে।  

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য মতে, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে ইপিএস হয়েছে ০৭ পয়সা। বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। আগের বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৪ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ৯ মাসে ইপিএস হয়েছে ২২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৩ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির এনএভি হয়েছে ১২ টাকা ৫৫ পয়সা।

এদিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধ‍ারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করা রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)।

অপর কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০) শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৪৮ পয়সা। অর্থাৎ লোকসান বেড়েছে সাড়ে ৪ টাকা। 

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৩৩ টাকা ৪৩ পয়সা।

এমআই/জেডএস