২০ কোটি টাকার যন্ত্রপাতি কিনবে ইভিন্স টেক্সটাইল
২০ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৬৭০ টাকা ব্যয়ে মূলধনী যন্ত্রপাতি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, ২০১৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটি উৎপাদন ক্ষমতা এবং ফিনিশিং গুণমান বাড়ানোর জন্য কোম্পানিটি নতুন ব্র্যান্ডের মূলধনী যন্ত্রপাতি কেনা হবে। এতে ব্যয় হবে ২০ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৬৭০ টাকা।
প্রায় ৩শ কোটি টাকা ব্যাংক ঋণ থাকা এই কোম্পানির শেয়ার সোমবার সর্বশেষ লেনদেন হয়েছে ৯ টাকা ৪০ পয়সায়। তাতে ১৮২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে ১৭১ কোটি ৯৭ লাখ ৪৯ হাজার টাকা।
বিজ্ঞাপন
৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ ১৮ কোটি ২৯ লাখ ৫২ হাজার শেয়ারহোল্ডারদের ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছে। এর আগের বছরও ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
এমআই/এসএসএইচ/