ছয় পরিচালক নিয়োগে ৬ শেয়ার কেনার ঘোষণা সেনা কল্যাণ সংস্থার
ব্লক মার্কেট থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সেনা কল্যাণ সংস্থা।
বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের প্রধান এবং অন্যতম উদ্যোক্তা সেনা কল্যাণ সংস্থা। সংস্থাটি বাজার থেকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বাজার মূল্যে শেয়ারগুলো কিনবে।
বিজ্ঞাপন
মাত্র ৬টি শেয়ার কেনার ঘোষণা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা ধরনের সমালোচনা সৃষ্টি হয়েছে। বিনিয়োগকারীরা এই ঘোষণাকে তামাশা বলে অভিযোগ করছেন। আবার কেউ কেউ কারসাজি হিসেবেও দেখছেন।
বিনিয়োগকারী আনিছুর রহমান ঢাকা পোস্টকে অভিযোগ করেন, হয় কারসাজির উদ্দেশে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, না হয় উদ্যোক্তা প্রতিষ্ঠানটি ভাইরাল হওয়ার জন্য ঘোষণা দিয়েছে। তা না হলে মাত্র ৬টি শেয়ার কেনার জন্য কেউ ঘোষণা দেয় নাকি?
বিজ্ঞাপন
আহমেদ শফিক অভিযোগ করেন প্রতিষ্ঠানটি ‘সেফ্র তামশা’ করার জন্য এই ঘোষণা দিয়েছে। না হলে ডিএসই ভুল করেছে।
ঘোষণার বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল রহমান মজুমদার ঢাকা পোস্টকে বলেন, কোম্পানি ঘোষণা অনুসারে ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানি নিজেই ডিএসইকে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে জানাতে চাইলে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের সচিব এম এম সাজেদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৪ লাখ শেয়ারের মধ্যে ২ লাখ ৪০ হাজার শেয়ার রয়েছে সেনা কল্যাণ সংস্থার। সেনা বাহিনী নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেনা সদস্যদের ৬ জন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এতোদিন মনোনীত পরিচালক হিসেবে যারা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা। মনোনীত এই পরিচালকের অন্যত্র বদলি করা হয়েছে।
ফলে তাদের জায়গায় নতুন ছয় জনকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই ছয় জনের জন্যই ৬টি শেয়ার কেনার ঘোষণা দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনক্রমে এই ঘোষণা দেওয়া হয়েছে বলেন জানান তিনি।
এমআই/এসএম