শিগগিরই পুঁজিবাজারেও আলো আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান শিবলী-রুবাইয়াত-উল ইসলাম। 

তিনি বলেন, ট্রেন যখন চলে, তখন মাঝে মধ্যে সুরঙ্গের মধ্যে পড়ে, তখন সব অন্ধকার হয়ে যায়। তখন যেন আমরা ভয় না পাই। কারণ ট্রেন বাইরে এলে, আবার আলোকিত হয়। তেমনি পুঁজিবাজারেও আলো আসবে।

আজ (বুধবার) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এটিবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএসইসি চেয়ারম্যান শিবলী-রুবাইয়াত-উল ইসলাম বলেন, এটিবির সুফল সামনের দিনগুলোতে পাওয়া যাবে। এই পদ্ধতি আরও ৩০ বছর আগে চালু হওয়া উচিত ছিল। এক্সিট পদ্ধতি না থাকলে মানুষ বিনিয়োগ করতে চায় না। বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের কাছে এখনও অনেক নতুন প্রজেক্টের প্রস্তাব আসে।  

বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার নিয়ে আস্থা হারানোর কোনো কারণ নেই। আপনারা সবাই আস্থা রাখবেন, বাজার ভালো হবেই।

তিনি বলেন, আমরা যখন আইনটা তৈরি করেছি তখন বৈশ্বিক রিস্কগুলোর কথা মাথায় রাখা হয়েছে। এটিবি মার্কেটের শুরুর দিনে পৌনে ৫০০ কোটি টাকা দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে।

এমআই/এনএফ