শেয়ার বিক্রির চাপে সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। এ দিন ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ড খাতের শেয়ারের লেনদেন মিশ্রপ্রবণতায় হলেও আর্থিক প্রতিষ্ঠান, বীমা, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের প্রায় সব শেয়ারের দাম কমেছে। এতে দেশের দুই পুঁজিবাজারেই দরপতন হয়েছে।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩৭ পয়েন্ট। এর ফলে এক দিন সূচক সামান্য বাড়ার পর আবারও ডিএসইতে দরপতন হলো। তবে সিএসইতে টানা চারদিন সূচক কমল।

ডিএসইর তথ্য মতে, রোববার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৯ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫১৯ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস সাত দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫৭ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ সূচক ২৮ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ পয়েন্টে।

এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২২ কোটি ৪৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮০৯ কোটি ৫০ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৭২টির ও অপরিবর্তিত রয়েছে ১০৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুডের শেয়ারের দাম আগের দিনের চেয়ে পৌনে ৯  শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দেশ গার্মেন্ট লিমিটেড, কোম্পানিটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৮ শতাংশ বেড়েছে। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় স্থানে রয়েছে, এটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে প্রায় ৮ শতাংশ বেড়েছে। এর পরেই রয়েছে বিডি ল্যাম্পস, ফাইন ফুড, ভিএমএমএলআরবিবএফ, ফার্স্ট ফাইন্যান্স, ইসলামী ব্যাংক এবং জুট স্পিনার্স লিমিটেড।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছ- বেক্সিমকো, রবি আজিয়াটা, সামিট পাওয়ার, লুব-রেফ বিডি, লাফার্জহোলসিম, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো, রহিমা ফুড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১২৭ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির। এতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯ কোটি তিন লাখ টাকা।

এমআই/এফআর