২৪৯ কোটি টাকা মুনাফা কমেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) মুনাফা কমেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ২৮৯ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৩৮০ টাকা। যা এর আগের বছরে ছিল- ৪০২ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ৩৫৯ টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের মুনাফা কমেছে ২৪৯ কোটি ২৯ লাখ ২৯ হাজার ২১ টাকা।
বিজ্ঞাপন
কোম্পানির দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সালে সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
ডিএসইর তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ টাকা ৮৫ পয়সা। সেই হিসেবে ইপিএস কমেছে ২ টাকা করে।
২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৮৫ পয়সা। ২০২১ সালের একই সময়ে যা ছিল ১১ টাকা ৮৪ পয়সা। অর্থাৎ ১ টাকা ৯৯ পয়সা কমেছে।
এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৯ টাকা ২৩ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি। আজ সোমবার সকালে লেনদেন শুরুতে শেয়ার কেনা-বেচা হয়েছিল ২৩৩ দশমিক ৭০ পয়সা।
২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি ১৭ টাকা করে নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
এমআই/এমজে