লোকসানে জিপিএইচ ইস্পাত
মুনাফা থেকে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে।
কোম্পানির সর্বশেষ পরিচালনা পর্ষদের পর্যালোচনার পর যা অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সার্বিক বিষয়ে কোম্পানি সচিব আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, টাকার বিপরীতে ডলারের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি, বিদ্যুৎ সংকট এবং অনান্য খরচ আগের তুলনায় বেড়ে যাওয়ায় কোম্পানির লোকসান হয়েছে।
বিজ্ঞাপন
কোম্পানির তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় ১ টাকা ২০ পয়সা কমে লোকসান হয়েছে।
এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে জুলাই থেকে ডিসেম্বর, ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। যা গত বছরের একই সময়ে হয়েছিল ২ টাকা ৬ পয়সা। অর্থাৎ বড় ধরনের লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
লোকসানে পড়ায় ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৯৫ পয়সা।
এমআই/জেডএস