নতুন অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে বড় লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আরামিট সিমেন্ট লিমিটেড।

২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। এই সময়ে মুনাফায় বড় ধাক্কা খেয়েছে একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান আরামিট লিমিটেড।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বরে আরামিট সিমেন্টের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা। যা এর আগের বছরের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২ টাকা ১৫ পয়সা।

ফলে দুই প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৪ টাকা ১১ পয়সা। এছাড়াও ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা।

একই গ্রুপের অপর কোম্পানি আরামিট লিমিটেড দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ১ টাকা ১০ পয়সা। যা এর বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৮ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় কমেছে ৮৮ পয়সা করে।

গত ৬ মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ২৩ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১২ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ৮৯ পয়সা করে।

তাতে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৫৩ টাকা ৬০ পয়সা।

এমআই/কেএ