শেয়ার বিক্রির চাপে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। এদিন ১৪৯ কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে চার কোম্পানির শেয়ারের দাম। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৩ পয়েন্ট। 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৩১ কোটি টাকা।

ডিএসইর তথ্যমতে, রোববার বাজারটিতে ৩২৪ প্রতিষ্ঠানের ৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৭১৮টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এ কেনা-বেচা থেকে মোট লেনদেন হয়েছে ২৩১ কোটি  ৪১ লাখ ৭২ হাজার টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২২ কোটি ৯৯ লাখ ৪২ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে মাত্র চারটি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ১৪৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৩১টি কোম্পানির শেয়ারের দাম।

প্রায় সব শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১৮২ পয়েন্টে।

ডিএসইএস শরিয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ দশমিক ৫৯ পয়েন্ট কমে ২ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- শাইনপুকুর সিরামিকস, জেনেক্স ইনফোসিস, রয়েল টিউলিপ সি পার্ল, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, আমরা নেটওয়ার্কস, আলহাজ টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, জেমিনি সি ফুড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ২১২ টাকার শেয়ার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে দুটির দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৫২টির ও ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এমআই/এসএম