নাম পরিবর্তন করছে পুঁজিবাজারে আবাসন ও সেবা খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে নাম রাখা হচ্ছে ‘ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি’। নতুন এই নাম বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে কার্যকর করা হবে।

বুধবার (২২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কোম্পানির পর্ষদ। এরপর তা অনুমোদনের জন্য দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর কাছে আবেদন করে। সব দিক বিবেচনা করে ডিএসই কোম্পানিটির নাম পরিবর্তন প্রস্তাব অনুমোদন করেছে।

২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অর্থাৎ ২৯ কোটি ৪৪ লাখ বিনিয়োগকারীদের দেড় টাকা করে মুনাফা দিয়েছে। তার আগের দুই বছর এক টাকা করে লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানিটির শেয়ার বুধবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ৬৬ টাকায়। এর আগের দিন সর্বশেষ লেনদেন হয় ৬৬ টাকা ৪০ পয়সায়। জুন ২০২২ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ টাকা ২১ পয়সা।

এমআই/জেডএস