সিনহা সিকিউরিটিজের লেনদেন বন্ধ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ সিনহা সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন বন্ধ।
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সিনহা সিকিউরিটিজের ডিপি সাসপেন্ড করেছে।
বিজ্ঞাপন
গত ১১ মে সিডিবিএল’র ব্যবস্থাপক তোহা বিন হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
সিডিবিএল ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) সাসপেন্ড করায় দুই স্টক এক্সচেঞ্জ (ঢাকা-চট্টগ্রাম) ব্রোকারেজ হাউসটির লেনদেন স্থগিত করেছে। ডিপি সাসপেন্ড করায় বিনিয়োগকারীদের শেয়ার সেটেলমেন্ট করা সম্ভব হয় না।
বিজ্ঞাপন
সূত্র জানায়, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজটির ডিপি অপারেশনের মেয়াদ ছিল গত ২৯ এপ্রিল পর্যন্ত। এরপর প্রতিষ্ঠানটি বিএসইসির কাছে ডিপি অপারেশনের লাইসেন্স রিনিউয়ালের জন্য আবেদন করে। কিন্তু কমিশন সিনহার স্টক-ব্রোকার ও ডিলার লাইসেন্স রিনিউ করেনি।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, বেশ কিছু নন কমপ্লায়েন্সের কারণে সিনহার স্টক-ব্রোকার ও ডিলার লাইসেন্স রিনিউ করা হয়নি।
এমআই/এসএম