নতুন বছরের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি লিমিটেড ও আবাসন খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের। কোম্পানি দুইটির ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

সোমবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, আইডিএলসি লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৮৩ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি মুনাফা কমেছে ৩৩ পয়সা করে।

মুনাফা কমায় আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৩৯ পয়সা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, মুনাফা কমেছে প্রকৃত সুদের আয় ও বিনিয়োগ আয় কমেছে। অপরদিকে কমিশন বিনিময় ও ব্রোকারেজ এবং ইনক্রিমেন্টাল প্রভিশনিং বৃদ্ধি পেয়েছে। এসব কারণে মুনাফা কমেছে।

মুনাফা কমার তালিকায় থাকা অপর কোম্পানি হলো- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সমাপ্ত প্রান্তিকে মুনাফা দাঁড়িয়েছে ৫২ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ৭৪ পয়সা। অর্থাৎ ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ২০২৩ সালের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ২২ পয়সা করে। মুনাফা কমায় কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৯১ পয়সাতে।

এমআই/এফকে