চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে চার গুণ মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের। প্রতিষ্ঠানটির জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

রোববার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ ২০২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। যা এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে চার গুণ কিংবা ৪ পয়সা করে ইপিএস কমেছে।

শুধু তৃতীয় প্রান্তিকেই নয় চলতি বছরের তিন প্রান্তিকে মিলে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩৯ পয়সা।

অর্থাৎ তিন প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ২২ পয়সা করে কমেছে।

মুনাফা কমার প্রান্তিকে অর্থাৎ৩১ মার্চ ২০২৩ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা ৯৬ পয়সা। মুনাফা কমার বিষয়টি স্বীকারও করেছে কোম্পানি।

এমআই/এসএম