পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইল লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এই তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানির পরিচালনা পর্ষদ গত বছরের ২৭ অক্টোবর রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছিল। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করছিল। 

আবেদনে কোম্পানিটি ১ : ১ অনুপাতে (বিদ্যমান ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট) রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনার কথা জানায় বিএসইসিকে। এতে আরও বলা হয়, ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিএসইসি কোম্পানির আবেদনটি পর্যালোচনা করে বাতিল করেছে। 

১৯৯৭ সালে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২ কোটি ৯২ লাখ ২১ হাজার ৫০০টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য ১১৫ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সর্বশেষ ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। 

এমআই/জেডএস