নতুন বছরের প্রথম প্রান্তিকে মুনাফা প্রায় দ্বিগুণ বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের।

ব্যাংকটির চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সময়ের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। যা আজ মঙ্গলবার (৩০ মে) কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সালে ব্যাংকটির কনসুলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। এর আগের বছর ২০২২ সালের একই সময়ে ইপিএস ছিল ২১ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ১৭ পয়সা ইপিএস বেড়েছে বা প্রায় দ্বিগুণ মুনাফা বেড়েছে।

এর আগের বছর অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ সালে ব্যাংকের কর-পরবর্তী মুনাফা হয়েছিল ২৮ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ২৯৫ টাকা।

মুনাফা বাড়ায় জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭৭ পয়সা।

১৯৮৬ সালে তালিকাভুক্ত ব্যাংকটি সর্বশেষ ২০২১ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তবে ২০২০ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

 আজ মঙ্গলবার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৫ টাকা ২০ পয়সায়।

এমআই/এসকেডি