ফ্লোর ভাঙার দ্বিতীয় দিনে স্কয়ার ফার্মার ১১ কোটির শেয়ার লেনদেন
ফ্লোর প্রাইস ভাঙার দ্বিতীয় দিনে ১১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কেনা-বেচা হয়েছে স্কয়ার ফার্মাসিটিউক্যালস লিমিটেডের।
রোববার (১৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে ১ টাকা ৭০ পয়সা বেড়ে শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ২১২ টাকা ১০ পয়সায়। এর আগের কর্মদিবসে বৃহস্পতিবার (১৩ জুলাই) সর্বশেষ লেনদেন হয়েছিল ২১০ টাকা ৪০ পয়সায়।
বিজ্ঞাপন
‘ভালো শেয়ার’ খ্যাত শেয়ারটি ২৮ নভেম্বর সর্বশেষ লেনদেন হয়েছিল ২১২ টাকা ৬০ পয়সাতে। এরপর দিন ২৯ নভেম্বর থেকে ২০৯ টাকা ৮০ পয়সাতে নেমে আসে। ফ্লোর প্রাইসের কারণে আর নিচে নামতে পারেনি। এ অবস্থায় প্রায় সাড়ে সাত মাস অতিক্রম হওয়ার পর বৃহস্পতিবার শেয়ারটির দাম বাড়তে শুরু করে। ওই দিন শেয়ারটির দাম ৬০ পয়সা বেড়ে সর্বশেষ ২১০ টাকা ৪০ পয়সায় কেনা-বেচা হয়েছে।
আর আজ রোববার লেনদেন হয়েছে ২১২ টাকা ১০ পয়সায়। এ দিন কোম্পানির ৫ লাখ ২৫ হাজার ৪৯টি শেয়ার মোট ১১ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকায় কেনা-বেচা হয়েছে।
বিজ্ঞাপন
৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকার অনুমোদিত মূলধনি কোম্পানিটি ২০২২ সালে শেয়ারহোল্ডারদের ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তারপরও স্কয়ার ফার্মার শেয়ার ফ্লোর প্রাইসে আটকা ছিল।
উল্লেখ্য, দরপতন ঠেকাতে গত বছরের ২৮ জুলাই তালিকাভুক্ত সব শেয়ারে দ্বিতীয় দফায় ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। স্কয়ার ফার্মার ফ্লোর প্রাইস নির্ধারণ হয় ২০৯ টাকা ৮০ পয়সা। লেনদেনে সর্বনিম্ন এই দর সীমা কার্যকরের পর ২৩৩ কার্যদিবসের মধ্যে ১৯৯ দিনই ওই দরে শেয়ারটি কেনা-বেচা হয়।
এমআই/এসএসএইচ/