টানা ১০ মাস ৭ দিন পর ফ্লোর প্রাইসে খরা ভেঙেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ার। একইভাবে ২ মাস ২০ দিন পর ফ্লোর ভেঙেছে ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির শেয়ারের।

রোববার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, সিঙ্গার বিডির শেয়ার গত বছর অর্থাৎ ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর লেনদেন প্রথম ফ্লোর প্রাইসের মধ্যে আটকা পড়ে। ওই দিন শেয়ারটির মূল্য ছিল ১৫১ টাকা ৯০ পয়সা। গত বৃহস্পতিবার পর্যন্ত শেয়ারটির মূল্য ছিল ১৫১ টাকা ৯০ পয়সাই। অর্থাৎ ফ্লোর প্রাইসের কারণে শেয়ারটি লেনদেন হয়নি।

তবে আজ রোববার শেয়ারটি দাম ৫ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ১৫৭ টাকা ৪০ পয়সায়। আজ লেনদেনের শুরুতে কোম্পানিটির ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের মুনাফার খবর প্রকাশিত হওয়ার পর থেকে শেয়ারটির দাম বাড়তে থাকে। যা দিনের সর্বশেষ লেনদেন হয়েছে ১৫৭ টাকা ৪০ পয়সাতে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল থেকে জুন মাসে কর-পরবর্তী মুনাফা হয়েছে ৪৭ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬১ টাকা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১৩ কোটি ৯৫ লাখ ৮ হাজার ৮৭৭ টাকা। অর্থাৎ ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৭৮৪ টাকা বেড়েছে।

তাতে এক দিনে সিঙ্গার বিডির ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮টি শেয়ারহোল্ডারদের ক্যাপিটাল গেইন হয়েছে ৫৪ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার ৬০৯ টাকা।

ওষুধ খাতের কোম্পানি ইবনে সিনার শেয়ার চলতি বছরের ৩ মে ছিল ২৮৬ টাকা ৬০ পয়সা। আজ সেই শেয়ার সর্বশেষ বিক্রি হয়েছে ১৮৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ কোম্পানির ৩ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৬২৭টি শেয়ারহোল্ডারদের ৫০ পয়সা করে মুনাফা হয়েছে।

এমআই/এসকেডি